Thakurgaon 24newspaper


পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে thakurgaon 24 newspaper এর পক্ষ থেকে অগ্রীম ঈদের শুভেচ্ছা রইল ।

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে thakurgaon 24 newspaper এর পক্ষ থেকে অগ্রীম ঈদের শুভেচ্ছা রইল ।

ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
মো আবুল হাসান

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে বাংলার, বাঙালীর thakurgaon 24 newspaper এর পরিবারের পক্ষ থেকে পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

শুভেচ্ছা জানানো ঈদের বিশেষ আমল। আমাদের দেশে ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা জানানোর রীতি প্রচলিত আছে। ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা বিনিময় জায়েজ। কিন্তু সালামের আগে ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময় করা বৈধ নয়। ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি হলো- ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ বলা। এর অর্থ হলো- আল্লাহ আমাদের এবং আপনার পক্ষ থেকে (নেক আমলগুলো) কবুল করুন।

হজরত ওয়াসিলা (রা.) বলেন, আমি হজরত রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে ঈদের দিন স্বাক্ষাত করলাম। আমি বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ আর তিনিও বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। -বায়হাকি: ৩/৪৪৬

No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.